মানবতার কবি ডাক্তার মোঃ আব্দুল মজিদ সৃষ্টিকর্কার অপরুপ সৌন্দর্য় খুঁজতে গিয়ে তিনি চমৎকার একটি কবিতা গ্রন্থ “খুঁজে ফিরি যারে” লিখেছেন । তার কবিতা নিয়ে আলোচনা করেছেন কবি সালেম সুরেলী,.আমেরিকা প্রবাসী ।
ডাক্তার মোঃ আব্দুল মজিদ এর সুন্দর একটি কাব্যগ্রন্থ “খুঁজে ফিরি যারে”। তিনি একজন অনন্ত প্রেমিক। যৌবনে যাকে হেলায় অবহেলায় হারিয়েছেন অথবা ফিরিয়ে দিয়েছেন বিমুখ করে। পরবর্তীতে তারই প্রেমে বিমগ্ধ হয়ে আলো আঁধারে খুজে ফিরছেন তাকে। কালের গহবরে হারিয়ে যাওয়া সেই হীরার ছুরি প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করছে কবির হৃদয়কে।
আলহাজ্ব এম মজিদের কাব্যগ্রন্থে সময় উপযোগী একটি প্রবন্ধ, ‘নামাজ মানসিক ও নেশাগ্রস্ত রোগের শ্রেষ্ঠ প্রতিষেধক’ প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল আব্দুল মজিদ ব্যক্তিগত জীবনে সহজ সরল সদালাপি মিষ্টভাষী ন্যয়নিষ্ঠা বান কঠোর পরিশ্রমী জনদরদি ও সমাজ হিতৈর্ষি একজন চিকিৎসক।
সম্পাদক- সাহিত্য পাতা