শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

তাড়াশে ঐতিহ্যবাহী দই মেলা

তাড়াশ প্রতিনিধি / ৭৬৬ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঐতিহ্যবাহী দই মেলা শুরু হচ্ছে আজ শনিবার। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা ঘিরে উপজেলাজুড়ে সাজ সাজ রব পড়ে গেছে।

শনিবার সকালে শুরু হওয়া দিনব্যাপী এ মেলায় দইয়ের পাশাপাশি ঝুড়ি, মুড়িমুড়কি, চিড়া, বাতাসা, কদমাসহ রসনাবিলাসী নানা ধরনের খাবার বিক্রি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারি আমলে তাড়াশের সেই সময়ের জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন।

জনশ্রুতি রয়েছে, জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ির সামনে রশিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী দই মেলার প্রচলন হয়। উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাশ বলেন, ঐতিহ্য মেনে এখনো তাড়াশে দই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু পরিবেশে এ মেলা সম্পন্ন করতে দলমত-নির্বিশেষে সবাই কাজ করেন। দিনব্যাপী মেলায় চাহিদা থাকার কারণে কোনো ঘোষের দই অবিক্রীত থাকে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

One response to “তাড়াশে ঐতিহ্যবাহী দই মেলা”

Leave a Reply to tnb24 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ