পাবনার চাটমোহরে রমজানের শেষের দিকে ক্রমান্বয়ে বাড়ছে ঈদের কেনাকাটা। । ঈদের বাজার ধরতে দোকানিরাও যে যার মতো পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। কেনাকাটায় নারী ও শিশুদের উপস্থিতি বেড়েছে চোখে পরার মতো।
পৌরসভার অভিজাত বিপনি ও ফুটপাতের দোকানসহ উপজেলার হান্ডিয়াল,ছাইকোলা,শরৎগঞ্জ,ফৈলজানান,রেলবাজার,হরিপুর,কাটাখালি,মহেলা,মথুরাপুর,বামনগ্রাম,মূলগ্রাম,কুয়াবাসিসহ বিভিন্ন এলাকার বাজারগুলোও জমে উঠেছে ক্রেতাদের পদচারনায়। তৈরি পোশাক ছাড়াও জুতা ও কসমেটিকসের দোকানে ভিড় বেড়েছে।
হান্ডিয়াল বাজারের জুতার দোকানে আসা গৃহবধূ আয়শা খাতুন বললেন,দাম একটু বেশিই নেওয়া হচ্ছে। জুতা বিক্রেতা রবিউল সরকার বললেন,এবারের নতুন নতুন কালেকশন আছে। নানা দামের রকমারী জুতা সেন্ডেল পাওয়া যাচ্ছে। বেচাকেনা বাড়ছে। শুধু জুতার দোবানই নয়,ভিড় বাড়ছে তৈরি পোশাক আর কসমেটিকসের দোকানগুলোতে।
পবিত্র ঈদ উপলক্ষে চাটমোহর ব্যবসায়ী সমিতি শুক্রবারেও দোকান খোলা রাখার নির্দেশনা জারি করেছেন। সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ বললেন,পহেলা বৈশাখ আর পবিত্র ঈদ উপলক্ষে তিন সপ্তাহ শুক্রবারও দোনপাট খোলা থাকবে। ক্রেতা আর ব্যবসায়ীদের সুবিধার জন্যই এই ব্যবস্থা।