শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান

রিপোটারের নাম : / ২৭৭ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস-কে জামিন দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সোমবার বিকেল ৩টার দিকে উভয় পক্ষের শুনানি শেষে শামসের জামিন মঞ্জুর করেন।

সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

তিনি জানান, ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিনে থাকবেন শামসুজ্জামান শামস।

স্বাধীনতা দিবসে একটি প্রতিবেদনে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) গত

বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।

এ মামলায় রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ