অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। নিহত তিনজন একই মোটরসাইকেলের যাত্রী ছিলেন। আজ (০৬ মার্চ) ভোর সাড়ে ৫টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মান্নান-নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ভোড়ে তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মরদেহ মহাসড়কে পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরে মরদেহগুলো উদ্ধার করি।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে,অপরজনের বাড়ি নাটোর সদরে,অন্যজন রাজশাহী পুঠিয়া এলাকার বাসিন্দা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোন গাড়ির ধাক্কায় তারা মারা গেছেন, তা নিশ্চিত হতে পারিনি।