শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে যুবককে ছুরিকাঘাতে হত্যা : অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার : / ৩৪৩ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে হাফিজুর রহমান (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার হান্ডিয়াল বাজারে খৈল ভূষি চাউলের দোকান রয়েছে। নিহত হাফিজুর রহমান হাঁসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত রমজান আলী ফকির(৩৮) বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকির কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় সুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পূর্বপাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ