শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

না ফেরার দেশে চলে গেলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা কিরণ

মোঃ ফরহাদ হোসেন (তাড়াশ) সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৩০ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ ফরহাদ হোসেন (তাড়াশ) সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) উপজেলার ওয়াসীন গ্রামের বাসিন্দা তায়েবুর রহমান কিরণ (৫০) কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ৭ টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাগুড়া বিনোদ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা অফিস সহকারী মোঃ মাহবুব আলম
টপ নিউজ অফ বাংলাদেশকে জানান, শারীরিক অসুস্থতা দেখা দিলে ১৫ দিন আগে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা তায়েবুর রহমান কিরণকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৭ টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিজ গ্রামে আজ বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস মরহুম তায়েবুর রহমান কিরণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেটসহ উপজেলার সকল ব্যাক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।

মরহুম তায়েবুর রহমান কিরণ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ