পাবনার চাটমোহর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৬ টি গ্রুপের মাঝে কিটবক্স বিতরন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে এ কিটবক্স বিতরন করছে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন।
এসময় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, খামার ব্যাবস্থাপক ড.মনা আশীষ চৌধুরী সহ ৬ টি গ্রুপের দলনেতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত মোট ৬৩ টি পুকুরের পানি মাটি পরিক্ষার জন্য ৬ জন দলপতিকে ৬ টি কিটবক্স বিতরন করা হয়েছে। এই কিটবক্স গুলো আশেপাশের ব্যক্তিগত পুকুরের মৎস্য চাষিরাও ব্যবহার করতে পারবে। এই কিটবক্স মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করবে।