পাবনা প্রতিনিধি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার কাছে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও শেখ আবু ওবায়দা তুহিন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। এ সময় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসনকে সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের অঙ্গীকার করেন শিমুল বিশ্বাস।
মনোনয়নপত্র দাখিল শেষে শিমুল বিশ্বাস জানান, শত শত নেতাকর্মী উপস্থিত হলেও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা, প্রশাসন ও সংশ্লিষ্টদের যেভাবে সহযোগিতা করা প্রয়োজন আমরা বড় দল ও দলের প্রার্থী হিসেবে সেটি করবো। সর্বোচ্চ আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। অন্য দল বা দলের প্রার্থীরাও একইভাবে নিয়ম অনুসরণ কবেন বলে প্রত্যাশা রাখি।
তিনি আরোও বলেন, এই দেশ গঠনের আকাঙ্খায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যে ত্যাগ সেটির মূল্যায়ন এবারের নির্বাচনে দেশের মানুষ করবে বলে আশা রাখি। ধানের শীষে ভোট দিয়ে দেশে আইন ও সুশাসন নিশ্চিতে কাজ করার সুযোগ দেশের মানুষের দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে বিভিন্ন দলের ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। রবিবার পর্যন্ত জমা দিয়েছেন ২ জন।