মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় জাকের পার্টির বিশাল জনসভা ও র্্যালী অনুষ্ঠিত 

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ। / ৬৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির দেশব্যাপী ইউনিয়ন ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন জাকের পার্টি আয়োজনে এক বিশাল জনসভা ও র্্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বড়পাঙ্গাসী হাইস্কুল মাঠে সংগঠনের সভাপতি মোঃ আব্দুল জব্বার বিএসসি’র সভাপতিত্বে এ জনসভা ও র্্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্সুয়াল বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী সাহেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডঃ সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদী সাহেব,  সিরাজগঞ্জ জেলা  জাকের পার্টির সংগ্রামী সভাপতি মোঃ আলমগীর হোসেন, সিরাজগঞ্জ জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মোঃ আব্দুল জলিল মাষ্টার, সিরাজগঞ্জ জেলা কৃষক ফ্রন্টের সভাপতি খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সিরাজগঞ্জ জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী সানজিদা তালুকদার হেনা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের নেতা ও সিরাজগঞ্জ- ৪ আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশি জননেতা জহির রায়হান ও উল্লাপাড়া উপজেলা জাকের পার্টির সভাপতি বাবলু প্রামাণিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জাকের পার্টি এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের দল। জাকের পার্টি শান্তি ও মানবতার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা বিশৃঙ্খলা নয়, মানুষের হৃদয়ে ভালোবাসা ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। যদি নির্বাচন হয়, তবে জাকের পার্টি সারাদেশে ৩০০ আসনেই প্রার্থী দেবে।”

সভায় বক্তারা আরও বলেন, তথ্য ও শৃঙ্খলার মাধ্যমে নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে সংগঠনের তৃণমূল পর্যায়ে কর্মীদের আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে  দেশের চলমান স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ