পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে দুটি সোতি বাধ অপসারণ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
১৬ অক্টোবর ( বুধবার) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত অভিযান চালিয়ে দুটি সোতি বাধ অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে,উপজেলার বিলচলন ইউনিয়নের কিনু সরকারের জোলা ও খালিসাগারি বিলে পৃথক দুটি স্থানে বাশ,খুটি,চাটাই,জাল দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে আসছিলেন কিছু অসাধু মৎস্যজীবী।এমন সংবাদেন ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে দুটি সোতি বাধের বাশ,খুটি ও চাটাই জাল অপসারণ করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,পল্লী সঞ্চয় ব্যংকের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান,১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযান চালিয়ে দুটি সোতি বাধ অপসারণ করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।