পাবনার চাটমোহর জাতীয় আদিবাসী পরিষদের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ৩ সেপ্টেম্বর সকালে চাটমোহর উপজেলা আদিবাসী চাটমোহর শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটা র্যালী বের হয়ে পৌর সদর প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদের চাটমোহর উপজেলা শাখার সভাপতি আনন্দ লোহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন সরদারের সঞ্চালনায় বক্তব্য দেন, পাবনা জেলা আদিবাসী পরিষদের সভাপতি আশিক চন্দ্র বানিয়াস,সহ সভাপতি নিখিল কুমার বাগদি, সহ সভাপতি সাগরী রানী, সাধারণ সম্পাদক পরিতোষ মাহাতো,উপজেলা আদিবাসী পরিষদের সহ সভাপতি সুনিল চন্দ্র দাস,সরজিৎ সরদার সাংগঠনিক সম্পাদক পলাশ লোহার, দপ্তর সম্পাদক পুলক মাহাতো,মহিলা বিষয়ক সম্পাদক সুগন্ধা মাহাতো, আইন বিষয়ক সম্পাদক কাঞ্চন মাহাতো,প্রচার সম্পাদক নিত্যানন্দ মাহোতো প্রমূখ।
বক্তরা বলেন লড়াই সংগ্রামে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বকৃীতি দিতে হবে।সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে।