চাটমোহর জারদিস মোড় থেকে মান্নাননগর ভায়া হান্ডিয়াল আঞ্চলিক সড়ক পুনর্নির্মাণ কাজ সমাপ্তের দাবীতে গত ২ আগস্ট সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’ একযোগে নয়টি পয়েন্টে প্রায় ১৪ কিলোমিটার বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য দেন।
” মানববন্ধনে এলাকাবাসীকে দেয়া কথা রেখেছেন সাবেক এমপি আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলাম “
বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউটিউবার, সোশাল মিডিয়ায় মানববন্ধনের সংবাদ গুরুত্বের সাথে প্রকাশিত এবং প্রচারিত হয়। ওইদিন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য সম্প্রচার করেন। অনেক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলামের দেয়া বক্তব্য সকলের মনোযোগ আকর্ষণ করে। তিনি তার দেওয়া বক্তব্যে বলেন, “আমি এমপি থাকাবস্থায় এই সড়কটি ‘একনেক’-এ অনুমোদন করাতে সক্ষম হয়ে ছিলাম। এলাকাবাসীর জন্য আবারও এই সড়ক পুনর্নির্মাণের দাবী নিয়ে একমাত্র আল্লাহ্ ছাড়া আমি সকল দপ্তরে এমনকি প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কাছে যাবো।”
সাবেক এমপি আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলাম ইতোমধ্যেই এলাকার হাজার হাজার জনগণের সামনে দেওয়া কথা রেখেছেন। গত ৬ আগস্ট তিনি সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’-এর ৭ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আব্দুল্লাহ্ আল মামুন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর পাবনা’র নির্বাহী প্রকৌশলী এম. আজিজ-এর সঙ্গে বৈঠক করেন।
উক্ত বৈঠকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, “আমাদের টাকার কোনো সমস্যা নেই, শুধুমাত্র ঠিকাদারের গাফলতির কারণে এই জনদূর্ভোগ। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবো। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের সাথে এই সড়ক পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবো।”
তিনি পাবনা জেলায় দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী এম. আজিজ-কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় সাবেক এমপি আনোয়ারুল ইসলাম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরুর জোরালো তাগিদ প্রদান করেন।
অপরদিকে উল্লেখিত সড়ক পুনর্নির্মাণ বিষয়ে পাবনা-৩ আসনের সাবেক এমপি আনোয়ারুল ইসলাম গত ২০ আগস্ট বুধবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক-এর সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকে সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’-এর আহবায়ক সাংবাদিক কে, এম, বেলাল হোসেন ও সংগঠনের সদস্য সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন। সিনিয়র সচিবের কাছে মানববন্ধনের স্মারকলিপি, গণস্বাক্ষর এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ছায়ালিপি সম্বলিত নথি (বাইন্ডবুক) প্রদান করা হয়।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক টেলিফোনে রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আব্দুল্লাহ্ আল মামুন-এর সাথে কথা বলেন এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই সড়কের পুনর্নির্মাণ কাজ শুরুর কথা জানান।
সড়ক ও জনপথ অধিদপ্তর পাবনা’র নির্বাহী প্রকৌশলী, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে সাবেক এমপি আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলাম ব্যক্তিগত ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও হান্ডিয়াল, নিমাইচড়া, বিলচলন, গুনাইগাছা ইউনিয়নের হাজার হাজার মানুষের কাছে দেওয়া তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা, পাবনা-৩ আসনের দুইবারের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলাম বলেন, “আমি মানুষকে কথা দিলে, সে কথা রাখার আপ্রাণ চেষ্টা করি। আপনারা জানেন ইতিমধ্যেই এই সড়কে সাময়িক সংস্কার কাজ হয়েছে। ফলে জনদূর্ভোগ কিছুটা হলেও হ্রাস পেয়েছে। আশা করছি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই চাটমোহর জারদিস মোড় থেকে হান্ডিয়াল হয়ে মান্নাননগর আঞ্চলিক সড়ক পুনর্নির্মাণ কাজ শুরু হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে পুনর্নির্মাণ কাজ শুরু না করা হলো, আমি ‘চেতনায় হান্ডিয়াল’-এর নেতৃবৃন্দকে সাথে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করবো।”