রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ফ্যাক্টরির মালামাল রক্ষা ও মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি : / ০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পাবনা প্রতিনিধি

ফ্যাক্টরির মালামাল রক্ষা ও মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেড। রোববার (২৪ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা আসিফ আহমেদ। 

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, মেরিনার্স ফুড এন্ড এগ্রো মেরিন ইন্জিনিয়ারদের দ্বারা পরিচালিত সুদ মুক্ত একটি প্যাকেটজাত খাদ্য পণ্যর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্থানীয় শতাধিক শ্রমিক ও মাঠ পর্যায়ে প্রায় ৩ শতাধিক কর্মচারী কাজ করে। কিন্তু হঠাৎ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হারুন খান, মিলন খান ও মাসুদ রানা নামের স্থানীয় কুচক্রী মহল প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানের লাভের কোটি টাকা আত্মসাৎ করার প্রমাণ মিলায় সে বিষয়টি ধামাচাপা দিতেই তারা, প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ রেখেছে বলে অভিযোগ করেন তারা। তারা বলেন, প্রতিষ্ঠানের মালিকপক্ষ সেখানে গেলে তাদেরকেও হামলা করে লাঞ্ছিত করেন তারা। প্রতিষ্ঠান রক্ষায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। এ সংকট নিরসনে, চলমান প্রতিষ্ঠান সচলসহ শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান রক্ষায় স্থানীয় কুচক্রী মহলের বিরুদ্ধে প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ