সারা দেশের ন্যায় পাবনার চাটমোহর জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৪ আগস্ট দুপুর চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কর্যালয়ের আয়োজনে মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়াইব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী প্রোগ্রামাম আবদুল্লাহ আল নোমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মতিউর রহমান, পল্লী জীবিকায়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম
জানা গেছে মৎস্য সপ্তাহের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহের শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপ্তি হয়।