পাবনার চাটমোহরে বড়াল নদীর পানিতে ডুবে জুই খাতুন (২ ) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু জুই খাতুন গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের জুয়েল হোসেনের মেয়ে।
বুধবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে জালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশে বড়াল নদীতে পড়ে যায় জুই । তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির সামনে বড়াল নদীর পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আলমগীর হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা জানান, বড়াল নদীর পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।বিষয়টি দুঃখজনক।