পাবনার চাটমোহরে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সুফলভোগী মাছচাষিদের পুকুরের পানিতে অক্সিজেনের ঘাটতি পূরণ করে মাছের স্বাস্থ্য বৃদ্ধি করে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পুকুরের সুফলভোগীদের মাঝে এ্যারেটর বিতরণ করা হয়েছে৷
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সুফলভোগীদের মাঝে এ্যারেটর বিতরণ করা হয়৷
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওসমান গনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুন সহ মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, পুকুরে অক্সিজেন সরবরাহ করে ক্ষতিকর গ্যাস দূরীভূত করে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে পুকুরের উৎপাদনশীলতা তথা মাছের উৎপাদন বৃদ্ধি জন্য ১০ টি পুকুরের সুফলভোগী গ্রুপের মাঝে ১০ টি এ্যারেটর বিতরণ করা হয়৷