মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস 

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

সোমবার (৭ জুলাই) বিকেলে থেকে  এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

জানা গেছে, চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার বিকাল ৩ টা  থেকে  সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী  ডিকসির বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ   চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।পরে  জব্দকৃত জাল বিলের পাড়ে জনসম্মূখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ 

 এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,  সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ আল নোমান সহ চাটমোহর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন৷ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী টিএনবিকে  জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ অভিযান চালানো হয়। এ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ