উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শুক্রবার ভোর রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন আহত হয়েছে। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনছুরুল আলম (৪৩) এবং একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। গুরুতর আহত হয়েছেন সুম্য দাসের ছেলে সুমন কুমার দাস (৪২)। তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আব্দুর রউফ জানান, ঘটনার সময় বাঘাবাড়ি থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে পাবনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উল্লিখিত দুই ব্যক্তি মারা যান ও একজন আহত হন। ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করে।