শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে মাদ্রাসা শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ৯৭ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Z

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: 

পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি রাসেল আহমেদ,মাদ্রাসার সুপার,শিক্ষক-কর্মচারিদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ,লাঞ্ছিত করাসহ নানা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মাদ্রাসার শিক্ষক-কর্মচারি,শিক্ষার্থী ও এলাকাবাসী। 

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসার সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,মাদ্রাসার সুপার মওলানা মোঃ ওসমান গণি,ল্যাব এসিস্ট্যান্ট মোঃ ফারুক হোসেন,এলাকাবাসী মোঃ ফজলুল হক,ডাঃ মোঃ বেলাল হোসেন,মোছাঃ মর্জিনা খাতুন,মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী আখি খাতুন প্রমুখ। 

বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকার একটি সুবিধাবাদী মহল মাদ্রাসার সাবেক সভাপতি,সুপারসহ শিক্ষক-কর্মচারিদের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে। তারা মাদ্রাসায় এসে সুপারসহ অন্যদের মাদ্রাসায় আসতে নিষেধ করে হুমকি দেয় এবং লাঞ্ছিত করে। এলাকার আওয়ামী লীগ নেতা গোলবার হোসেন,সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম,ইউপি সদন্য আঃ রশিদের নেতৃত্বে মাদ্রাসার সাবেক সভাপতি,সুপারসহ অন্যদের বিরুদ্ধে মানববন্ধন করে এবং মাদ্রাসায় নিয়োগ বানিজ্য করা হয়েছে মর্মে টাকা দাবি করে। এ সকল ঘটনার পর এলাকাবাসী ফুঁসে ওঠেন। তারা মাদ্রাসা পরিচালনার জন্য সুপারকে বলেন এবং সুবিধাবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষনা দেন। এরই অংশ হিসেবে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ