উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান কলেজ মোড়ে থেকে বিক্ষোভকারীরা এ মিছিল বের করে। মিছিলে পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।আশপাশ এলাকায় এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান কলেজ মোড় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শহর অভিমুখে যাত্রা করে। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা শ্রীকোলা বাসস্ট্যান্ড মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে কোটা বিরোধীরা পুলিশের ব্যারিকেড ভেঙে উল্লাপাড়া পৌর শহরে ঝটিকা মিছিল বের করে। মিছিলে প্রায় ৪ শতাধিক বিক্ষোভকারী অংশ নেয়।
উল্লাপাড়া পুলিশের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিরোধ করতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এ সময় কোন আহতের ঘটনা ঘটেনি।