পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা হাটে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা হাট চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন অমৃতকুন্ডা হাটে রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদুয়ানুল হালিম।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান,দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অমৃতকুন্ডা হাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। এসময় জাল বিক্রেতা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাচকৈড় গ্রামের মিজানুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল হাট চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম দৈনিক আমাদের বড়ালকে জানান, দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার অমৃতকুন্ডা হাটে অভিযান পরিচালনা করা হয়। এ ধররে অভিযান অব্যাহত থাকবে।