রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় চেয়ারম্যানের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রাজু আহমেদ সাহান / ১২৭ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলামিন সরকার দ্বারা নির্যাতিত গয়হাট্টা কোঁনাগাঁতী গ্রামের খায়রুল ইসলাম, আব্দুল হাই ও হজরত আলীর উপর সন্ত্রাসী হামলা এবং গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতকারীর বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গয়হাট্টা বাজারের শহীদ মিনার চত্বরে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।এতে শত শত লোক অংশ নেয়। গত ২০ মে কোনাগাঁতী গ্রামের খাইরুল, হাই ও হযরত জমিতে ধান কাটতে গেলে চেয়ারম্যান আলামিন তার বাহিনী নিয়ে অর্তকিত হামলা চালায়। এসময় খায়রুল, হাই ও হজরত গুরুতর আহত হয়। স্বজনরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীর ভাই সোনাউল্লাহ, শিক্ষক শহিদুল ইসলাম ও আইয়ুব আলী বলেন, তার ভাই হযরত আলীর ছাগল জোরপূর্বক নিয়ে জবাই করে খাওয়ার প্রতিবাদ করায় গত ২০ মে জমিতে ধান কাটতে গেলে চেয়ারম্যান আলামিন ও তার বাহিনী হামলা চালিয়ে খাইরুল, হাই ও হযরতকে গুরুতর আহত করে। নিরহ ও অসহায়দের উপর হামলা করায় তীব্র নিন্দা জানায় এলাকাবাসী। এব্যাপারে শিক্ষক শহিদুল জানান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের টাকা আত্মসাৎ সহ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এই আলামিন। পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী জানান, স্থানীয় সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রি, পুকুর লিজ ও স্কুল ফান্ডের টাকা আত্মসাৎ করায় প্রতিবাদ করলে সভাপতি হয়ে বিনা কারনে প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে বিনা কারনে বরখাস্ত করেন। এব্যাপারে তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা সাবেক চেয়ারম্যান আলামিন সরকারের এই সন্ত্রাসী কর্মকান্ডের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ