শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কোপাল প্রতিপক্ষ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ১৯৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জেরে সাগর হোসেন নামের এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত৷ করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (১৯ মে) বেলা আড়াইটার দিকে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাগর ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও বিলচলন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে, ছাইকোলা ইউনিয়নের বোয়াইমারী গ্রামের ইউপি সদস্য এসকেন্দার আলী ভুট্টুর ছেলে পলাশের সাথে বেশকিছু দিন আগে অজ্ঞাত বিষয় (কারণ জানা যায়নি) নিয়ে বিরোধ হয় সাগরের। এরই রেশ ধরে পলাশের নের্তৃত্বে অজ্ঞাত ৪ জন মুখোশধারী দুর্বৃত্ত রোববার দুপুরে মোটার সাইকেল নিয়ে সাগরের বাড়ির সামনে ওঁৎ পেতে থাকে। এরপর পলাশ নামের ওই যুবক সাগরকে কৌশলে বাড়ি থেকে বাইরে ডেকে আনলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে রক্তাক্ত জখম অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে এই ঘটনার পরপরই সাগরের স্বজনরা পলাশের বাড়িতে হামলা করে ভাংচুর চালায় এবং পলাশের বাবা এসকেন্দার আলী ভুট্টুকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ