রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ফসিল জমিতে অবৈধ পুকুর খনন,ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ১৭৬ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

চাটমোহর পাবনা প্রতনিধি :

পাবনার চাটমোহর উপজেলার ফসলি জমি থেকে অনুমোদন ছাড়াই মাটি কেটে নেওয়া হচ্ছে। দিনে এবং রাতে ভেকু মেশিন (এস্কেভেটর) দিয়ে জমি খনন করে সেই মাটি বিক্রি করা হচ্ছে এলাকার কয়েকটি ইটভাটায়। ট্রাক ও ট্রলিতে মাটি পরিবহন করায় ভেঙে যাচ্ছে রাস্তা। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ।

সরেজমিনে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর মৌজার বদ্দানগর মাঠে গিয়ে দেখা যায় ফসলি জমিতে কোন অনুমোদন ছাড়াই ভেকু মেশিন (এস্কেভেটর) দিয়ে মাটি কাটার কাজ চলছে । পরে কেটে নেওয়া মাটি ট্রলিতে করে নেওয়া হয় পাশের এলাকায়। কিছুদিন আগে ওই স্থানে উপজেলা প্রশাসন মেশিনের দুইটি ব্যাটারি আটক করে কাজ বন্ধ করে দেয়।এখনো থামেনি পুকুর খননের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, মনির হোসেন ও কিরণ আলী নামের দুই ব্যবসায়ী অনুমোদন ছাড়াই ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কিরণ আলী আলী জানান, তার মাটি কাটার অনুমোদন নেই। অনুমোদন ছাড়া কিভাবে মাটি কাটছেন জানতে চাইলে বলেন এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তিনি।

ওইসকল এলাকার বাসিন্দারা জানান, ফসলি জমির মালিকরা স্থানীয় মাটি ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করে মাটি বিক্রি করছেন। মাটি বহনকারী বিভিন্ন যানবাহনের দাপটে রাস্তাগুলোর ক্ষতি হচ্ছে। পাশিপাশি মাটি বহন করার সময় ধুলাবালিতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিক্রেতারা প্রতি পাওয়ার ট্রাক্টর মাটি বিক্রি করছেন ৬০০ থেকে ৭০০ টাকা দরে। মাটি বহন করার সময় এসব গাড়ির কারণে আশপাশের জমির ফসলও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব বিষয়ে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসন কর্মকর্তাদের জানালে তারা কাজ বন্ধ করে দেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার শুরু হয় মাটি খননের কাজ।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিম ফসলি জমির মাটি খননের খবর পেলেই আমরা তা বন্ধ করে দেই। ফসলী জমিতে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ