রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দোকানে: নিহত ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ২২১ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বৃহস্পতিবার ৯ নভেম্বর সন্ধায় বাস নিয়ন্ত্রন হারিয়ে দোকান ও ঘর-বাড়ীতে ঢুকে পরলে ১ জন নিহত ও ৪ জন আহত হয়।

এসময় একটি বাস কাউন্টার, সেলুন, ঔষধের দোকন, বাড়ী সহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে যায়। এঘটনায় বাসটিকে আটক করলেও চালকের আসনে থাকা হেলপার পালাতক রয়েছে। নিহত ব্যাক্তি হলো পৌরসদরের আফরাতপাড়া মহল্লার মৃত শমসের আলীর ছেলে মোফাজ্জল হোসেন মুফা (৩৫)। আর আহতরা হলেন, পৌর এলাকার অখিল চন্দ্রে ছেলে অনিল কুমার (৩০), আজাহার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৬), মনছুর আলী (৪৪) ও আতাউর (৪০)। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে মুফা বাজার করে বাড়ী ফেরার পথে শাহজাদপুর ট্রাভেলস এর একটি বাস পরিচ্ছনতা শেষে হেলপার ওয়াসবøক থেকে বাসটি বেড় করার সময় নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে পাশের দুটি দোকানসহ ৪ টি স্থাপনা ভেঙ্গে একটি বাড়ীর ভেতরে ঢুকে যায়। এসময় ঘটনা স্থলেই মুফার মৃত্যু ঘটে। পাশের দোকান ও পথচারীরা আহত হলে তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে হেলপার পালাতক রয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ