তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আব্দুস সালামের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ জুন) বিকালে তাড়াশ পৌর সদরের বারোয়ারী বটতলা এ ঘটনা ঘটে। রাতেই সাংবাদিক আব্দুস সালাম বাদী হয়ে তিনজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাংবাদিক আব্দুস সালাম জানান,শুক্রবার বিকালে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তাড়াশ পৌর সদরের বারোয়ারী বটতলা পৌছালে চিহিৃত মাদক ব্যবসায়ী পৌর সদেরর বারোয়ারী বটতলার শ্রী চিত্তর ছেলে শুভ (২৮), মৃত,ফনি সান্যালের ছেলে পটল স্যানাল (২২) ও সোলাপাড়া গ্রামের বোজ গোপালের ছেলে তুষার (৩৮) সহ অজ্ঞাত ৪/৫জন তাকে পথরোধ করে হামলা করে মারধর করে গলায় থাকা একটি স্বর্নের চেন ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে মাদক ব্যবসায়ী দলের লোকজনের হাত থেকে তাকে উদ্ধার করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান,খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়। এছাড়া রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত,সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় গনমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের জন্য দাবি জানিয়েছেন।