পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেলে চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়ায় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জমিদাতা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ কোমল কৃষ্ণকুন্ডু। ভবনটির নামকরণ করা হয়েছে তাঁরই পিতার নামে ‘কৃষ্ট দাস কুন্ডু ভবন’।
ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোখলেসুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর
স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী টুটুল,সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,পৌর বিএনপি’র আহবায়ক এ এম জাকারিয়া,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা মোঃ
আঃ মমিন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু,সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান,কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, রেস্তোরা মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম,পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মিন্টুনহ চাটমোহরের ব্যবসায়ী,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।