রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ২৬৪ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩

পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরের দিকে চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, উপজেলার চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪), একই গ্রামের হৃদয় হোসেনের ছেলে নাঈম ওরফে রিয়াদ (৫)।

স্বজনরা জানান, সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাশে খেলাধুলা করছিল নাহিদ ও রিয়াদ। এক পর্যায়ে দুজনেই গোসল করতে নামে। এদিকে দীর্ঘসময় বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পানিতে রিয়াদ ও নাহিদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মৃত নাহিদের পিতা শাহ আলমের ধারণা, পা পিছলে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় মৃত্যু হয়েছে তাদের।
শাহ আলম আরো জানান মৃত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগ্নে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ