আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ি পাবনা-৩ আসনে নির্বাচনে লড়বেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা, কৃষি ও শিক্ষাক্ষেত্রে অবদান এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় নেতাকর্মীদের কাছে একজন সৎ ও নিরলস সংগঠক হিসেবে পরিচিত।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,
“এ মনোনয়ন আমার নয়, এটি চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরের সাধারণ মানুষের প্রাপ্য। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের রাজনীতি করতে চাই।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তুহিনের মনোনয়ন প্রাপ্তিতে এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা এখন ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়ন পাওয়ায় সোমবার বিকেলে তাঁর কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ করা হয়েছে। হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা। এছাড়া ভাঙ্গুড়া ও ফরিদপুরেও আনন্দ মিছিল হয়েছে।