কারিগ
পাবনা প্রতিনিধি
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দাবি আদায়ে গঠিত কারগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সমন্বয় দলের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাশফিক ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্গানাজিং সেক্রেটারি শাহজাদা আহমেদ, ফিন্যান্সিয়াল সেক্রেটারি রমজান আলী, পাবলিসিটি সেক্রেটারি সাব্বির আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট রিমন হোসেন। এছাড়া কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সুমাইয়া ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল, উপাধ্যক্ষ হুমায়ুন কবির, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রিন্স ইসলাম বাপ্পী, আইডিবি এর সভাপতি মোহসিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, কর্মস্থলের প্রত্যেকটি সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাদের বাদ দিয়ে কোনো সেক্টর কল্পনার সুযোগ নেই। অথচ বরাবরই ডিপ্লোমা প্রকৌশলীদের অবজ্ঞা ও অবহেলা করা হয়েছে। বর্তমানে দেশের কথিত কিছু মেধাবী এই ডিপ্লোমা প্রকৌশলীদের আরো অবজ্ঞা করার চেষ্টা করছে। আমরা এটি মানবো না। আমাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে হবে। অন্যথায় আরো দুর্বার আন্দোলন গড়ে উঠবে। এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার তাগিদ দেন কেন্দ্রীয় নেতারা।