বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চলনবিল অধ্যুষিত চাটমোহরে একই দিনে দুটি সোঁতি বাধ অপসরণ 

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৩৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাবনার চাটমোহরে চলনবিল অধ্যুষিত কাটাগাঙে একই দিনে দুটি সোঁতি বাধ অপসরণ করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পয়ন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল অধ্যুষিত কাটাগাঙ নদীতে দেওয়া দুটি  অবৈধ সোঁতি বাধ যা  বাঁশ খুটি চাটাই জাল দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিলেন কিছু অসাধু মৎস্যজীবি। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ পয়ন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় অভিযান চালিয়ে ২ টি সোঁতিবাধের বাঁশ খুটি চাটাই জাল অপসারণ করা হয়েছে। 

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশ সদস্য সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান,হান্ডিয়াল কাটাগাঙে কৃত্রিমভাবে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে মাছ শিকার করেছিল কিছু অসাধু মৎস্য শিকারী। ২ টি অবৈধভাবে দেওয়া সোঁতিবাধ অপসারণ করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অসাধু মৎস্যজীবি নদীতে পানি প্রবাহে বাঁধা দিয়ে কৃত্রিম ভাবে স্রোত তৈরি করে মাছসহ জীববৈচিত্র্য ধ্বংস করেছিল৷ অভিযান চালিয়ে ২ টি সোঁতিবাধ অপসারণ করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ