পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গুমানি নদীতে অবৈধ সোতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
এ সময় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিমাইচড়া ইউনিয়নের ধর্মগাছা সেতুর পাশে গুমানী নদীতে নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে বাঁশ বেড়ার অবকাঠামো দিয়ে এ বাঁধ নির্মাণ করেছিল কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সোঁতিবাধ অপসারণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা নাসের চৌধুরী জানান, ধর্মগাছা সেতুর পাশে গুমানী নদীতে অবৈধ সোঁতিবাধ অপসারণ করা হয়েছে। অন্য কোথাও সোঁতিবাধ দিলে সেটিও অপসারণ করা হবে।