শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হোগলবাড়িয়া মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউসুফ মন্ডল

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১৭ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী হোগলবাড়িয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছেন সমাজকর্মী ও অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর কর্মকর্তা ইউসুফ মন্ডল (৪৩)।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড রেজিস্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৯ এর ৩৯ প্রবিধান অনুসারে পাবনার চাটমোহর উপজেলার হোগলবাড়িয়া আলিম মাদ্রাসা পরিচালনার জন্য নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র জারির তারিখ হতে পরবর্তী ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন করা হলো।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি ইউসুফ মন্ডল, সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ, সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ আলী ও অভিভাবক সদস্য জিয়াউল হক।

এদিকে ইউসুফ মন্ডল এডহক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, হোগলবাড়িয়া গ্রামের মো. নবীর উদ্দিন মোল্লা ও মোছা. আনোয়ারা বেগমের সন্তান ইউসুফ মন্ডল। চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে সন্তানের জনক। তার স্ত্রী ইউনিয়ন স্বাস্থ্যসেবা কর্মী (সিএইচসিপি)।

২০১১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স, হিউম্যান রিসোর্স এর ওপর ২০১৩ সালে এমবিএ এবং ২০২১ সালে এলএলবি পাশ করেন ইউসুফ মন্ডল। তিনি বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার (জিআই) ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন ইউসুফ মন্ডল। আগামী ইউপি নির্বাচনে তিনি ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তিনি। এজন্য সবার দোয়া চেয়েছেন ইউসুফ মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ