পাবনা প্রতিনিধি
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণসহ ৭ দফা দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পাবনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌশলী মো. উজ্জ্বল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ডিইএব পাবনার আহ্বায়ক প্রকৌশলী রকিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব তানজিল আবেদীন, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. মহসীন আলী ও কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো স্মারকলিপি জমা দেনআন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ১৯৭৮ সালে সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ‘উপ-সহকারী প্রকৌশলী/সমমান’ নির্ধারণ করে এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩ শতাংশ সংরক্ষণ করে। পরবর্তীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নির্ধারিত ‘উপ-সহকারী প্রকৌশলী পদটি ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণি পদমর্যাদা দেওয়া হয়। প্রকৌশলী সংজ্ঞায় বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। সম্প্রতি এই নীতিমালা বাতিলে অযৌক্তিক আন্দোলন করছে একটি পক্ষ। এক্ষেত্রে আন্দোলনকারীরা অবিলম্বে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত ও শিক্ষার মানোন্নয়নের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।