ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা। ভাঙ্গুড়া থানা পুলিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন
বৃহস্পতিবার (৩০)সিরাজগঞ্জ র্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে ১২:৪৫ ঘটিকায় “পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা একটি বসত বাড়ি থেকে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২৭৯০/- টাকা জব্দ করা হয়।
শনিবার (৩১ মে) ভাঙ্গুড়া থানা পুলিশ গণমাধ্যমকর্মীদের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়,লালমনির হাট উত্তর সাপটানা গ্রামের রফিকুল ইসলাম ছেলে মো.রায়হান ইসলাম (২২) আরেক জন উল্লাপাড়া উপজেলার আগদিঘলগ্রাম গ্রামের হামিদ সরকারের ছেলে,রিদয় সরকার (২৬)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানার ওসি মো.সফিকুল ইসলাম জানান ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং দুপুর আদালত মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।