চাটমোহর ( পাবনা) প্রতিনিধি :
জাতীয়তাবাদী যুবদল হান্ডিয়াল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হামিদুর ইসলাম কৌশলে সোনাবাজু গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী সোনাবানের কাছ থেকে ৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে।
এই মহিলা স্বামী হারা নিঃস্ব গরীব। উপার্জনক্ষম সন্তান থাকলেও তার কোন খোঁজ খবর নেয় না। পেটের দায়ে বাধ্য হয়ে দু”মুঠো খাবারের জন্য অন্যের বাড়ি বাড়ি কাজ করেন। তাঁর গা ঘামানো, তিলে তিলে সঞ্চিত অতি কষ্টের টাকা। এই টাকা নিয়ে সে দশ কাঠা জমি কট নিয়েছিল। এখানেও নরাধম হামিদুর ইসলামের ধাবা!!!
মহিলা অভিযোগ করে বলেন, তার তিল তিল করে জমানো কষ্টের টাকা দিয়ে বেজপাটয়াতা গ্রামের ছাইদুলের কাছ থেকে জমি কট নিয়েছিল। গত ৭/৮ বছর হল জমির মালিক তাকে জমি ভোগ করতে দেয় না এমনকি কটের টাকাও ফেরত দেয় না। যুবদল নেতা হামিদুল বেজপাটিয়াতা গ্রামের ছাইদুর রহমানকে ভয় ভীতি দেখিয়ে টাকা উদ্ধার করে ঐ মহিলাকে ৫ হাজার টাকা কম দিয়ে বলে, আমি দল করি, অনেক টাকা খরচ হয়। তোমাকে টাকা তুলে দিয়ে কিছু টাকা নিয়েছি। এ কথা কাউকে বলবে না। বললে তোমার সমস্যা হবে।
এ ব্যাপারে জাতীয়তাবাদী যুবদল চাটমোহর উপজেলা শাখার সদস্য সচিব ফারুক হোসেন কে জানালে তিনি বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তার দায়ভার দল নিবে না।
হামিদুল ইসলাম জানান, এটা সত্য নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
বৃদ্ধ মহিলাটি তার কষ্টের টাকা ফেরত চায়, এ ব্যাপারে সবার সার্বিক সহোযোগিতা চেয়েছে।