পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে সরকারি টাকায় পুকুর খননে পুকুর চুরি হচ্ছে।
হান্ডিয়ালের বায়নগর গ্রামের পাল পুকুর খননে ঠিকাদার মোহাম্মদ আলী নিয়ম কানুনের তোয়াক্কা না করেই দায়সারাভাবে এই প্রকল্পের কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ।
এতে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পকেট ভারী হলেও পুকুরগুলো বরাদ্দ পাওয়া মৎস্যজীবীরা মাছ চাষে ভোগান্তি পোহাবেন বলে অভিযোগ করেছেন।
নিয়মানুযায়ী এসব পুকুরের পাড় বাঁধাসহ তলদেশে গড়ে আড়াই থেকে তিন ফুট গভীর করে খনন করার কথা।
পুকুরের তলদেশ থেকে মাটি না কেটে এক্সকাভেটর দিয়ে (মাটি কাটার যন্ত্র) কেবল চারপাশ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। সেই মাটিও কেটে পুকুরের পাড় বাঁধার কথা থাকলেও অন্যের পাড় ব্যবহার করছে । বৃষ্টিতে এরই মধ্যে এসব পুকুরের মাটি কাদায় পরিণত হয়েছে।
সংশ্লিষ্টদের যোগসাজশে সরকারি লাখ লাখ টাকা আত্মসাৎ চলছে। বর্ষা মৌসুমে খনন কাজ শুরু করায় কোনো সুফল ভোগ করতে পারবে না স্থানীয়রা। প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের রহস্যজনক ভূমিকার কারণে সরকারের মূল উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে।