পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে পাওয়ার টিলার উল্টে এর চালক আকতার শেখ(৩৮) নিহত হয়েছে। সে বড় বেলাই গ্রামের ছাত্তার শেখের ছেলে।
রোববার (৬ নভেম্বর) সকালে ইউনিয়নের কর্ণিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে আকতার শেখ কর্ণিপাড়া গ্রামের এক জমিতে ঘাস কাটার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। এসময় তার পা, মাথা ও ঘাড়ের অংশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়।
এ অবস্থায় স্থানীয়রা চালককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।