পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রবিউল করিম এম,এ, সাধারণ সম্পাদক শাহ আলম প্রামাণিক, সহসভাপতি ও সাবেক ইউ,পি চেয়ারম্যান নুরুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব আঃ কাদের সিদ্দিকী।
এছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের সভাপতি আমিনুর সরকার, সাঃসম্পাদক ময়নুর রহমান হীরক, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ, বাংলাদেশ পুলিশ, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর শোক দিবসের র্যালি বের হয়ে হান্ডিয়ালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।