পাবনার চাটমোহর উপজেলার “হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ” এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার ৩১ ডিসেম্বর হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক আয়োজনে ২০২২ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগ,হান্ডিয়াল ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল করিম, এম,এ মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, বাংলাদেশ আওয়ামী লীগ, চাটমোহর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস,এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসাহক আলী চাটমোর উপজেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, পাবনা জেলা পরিষদ সদস্য মোছাম্মৎ আফিয়া সুলতানা আখি, বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখার সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সিদ্দিকী,
হরিপুর ইউ,পি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃআবুল হাশেম, শহিদুল ইসলাম প্রিন্সিপাল অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বর্গ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ আশরাফুল ইসলাম মাস্টার।