পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ইউনিয়ন উন্নয়ন তহবিল এর আওতায় এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৬ মে ইউনিয়নের কর্ণিপাড়া জামে মসজিদ হতে বড় বেলাই গ্রামের দিকে ৪৬০ ফুট রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রবিউল করিম এর প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ। ২০২১-২০২২ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন তহবিল এর আওতায় কাজটি বাস্তবায়ন করছে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ।
এ সময় হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কালাচাঁদ সাহা, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, শীব নারায়ন সাহা (অবঃশিক্ষক ) সহঃঅধ্যাপক বিপুল সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।