শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হান্ডিয়ালে আওয়ামী লীগ নেতাদের নামে বিস্ফোরক আইনে মামলা : আটক ১

বিশেষ প্রতিনিধি : / ১১৮ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বৈষম্যবিরোধি ছাত্র-জনতার উপর হামলা,ককটেল নিক্ষেপ ও আহত করার ঘটনায় চাটমোহর থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের ২৮জন নেতার নাম উল্লেখসহ দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (৮ অক্টোর) মামলাটি দায়ের হয়েছে। মামলা নং ৫। বাদী উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীন গ্রামের হাজী নবীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান। মামলার আরজিতে বলা হয়েছে,ছাত্র-জনতার বৈষম্যবিরোধি আন্দোলন চলাকালে ২৫/০৭/২০২৪ ইং তারিখ দুপুরে হান্ডিয়াল হাইস্কুলের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমবেত হয়। এসময় ছাত্র-জনতা মিছিল বের করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এসময় শামীম হোসেন নামের একজন গুরুতর আহত হন। সে মামলার বাদী হাবিবুর রহমানের ভাগ্নে।
পুলিশ এ মামলায় মুজিবুর রহমান (৫৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান,মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ