চাটমোহর (পাবনা) :
চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া গ্রামে ১৮ই মার্চ ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ শমসের আলীকে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল দশটার দিকে বাঘলবাড়ি মধ্যপাড়া গ্রামের দারগ আলির ছেলে শমসের আলী (৭০) খেলার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ছেলে হাশেম আলীর বাড়িতে নিয়ে যায়। এ সময় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বিকেল পাঁচটার দিকে তার পিতাকে বিষয়টি জানালে তিনি উত্তেজিত হয়ে যান। এক পর্যায়ে গ্রামবাসীকে সাথে নিয়ে শমসের আলীকে ধরে মারধর করে । পরে চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে চাটমোহর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে চাটমোহর থানা পুলিশের কর্মকর্তা।