শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হান্ডিয়ালে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম : / ১২৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের কালা দে এর ছেলে প্রশান্ত কুমার দে ফেসবুকে কটুক্তি করায় হান্ডিয়াল ইউনিয়নের তৌহিদী মোসলমানগণ বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। 

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮ হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বাজার সড়ক প্রদক্ষিণ করে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। 

oplus_1056

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, হান্ডিয়াল একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা।  হিন্দু মুসলমানদের দীর্ঘদিনর সুসম্পর্ক কেউ ষড়যন্ত্র করে নষ্ট করতে পাররে না।  প্রশাসনের নিকট ইসলাম এবং রাসুল (সা.) কে নিয়ে কটুক্তিকারীর বিচারের দাবি জানান। দ্রুত এর সুষ্ঠ বিচার না হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 

খবর পেয়ে দ্রুত ঘটনার স্থল পরিদর্শন করেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মর্মে খবর জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ