হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নম্বর ব্রিজে অজ্ঞাত গাড়ি চাপায় পাবনার চাটমোহর উপজেলার দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জাবেদ আলী ফকিরের ছেলে মোতালেব হোসেন (৩৫) ও বাঘলবাড়ি কৈ গ্রামের মৃত জয়ন প্রামাণিকের ছেলে শাহ আলম (৪৭)।
জানা গেছে, তারা গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজারে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। সম্পর্কে তারা শ্যালক দুলাভাই। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজ এলাকায় দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।