শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোটারের নাম : / ৮০ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নম্বর ব্রিজে অজ্ঞাত গাড়ি চাপায় পাবনার চাটমোহর উপজেলার দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জাবেদ আলী ফকিরের ছেলে মোতালেব হোসেন (৩৫) ও বাঘলবাড়ি কৈ গ্রামের মৃত জয়ন প্রামাণিকের ছেলে শাহ আলম (৪৭)।

জানা গেছে, তারা গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজারে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। সম্পর্কে তারা শ্যালক দুলাভাই। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজ এলাকায় দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ