পাবনার চাটমোহর উপজেলার চলনবিলের প্রানকেন্দ্রে অবস্থিত হান্ডিয়াল ভূ’মি অফিস। বিলপাড়ের এই ভ’মি অফিসটি চলনবিলের ঐতিহ্য বহন করে ভূমি সেবা গ্রহীতাদের সেবা দিয়ে চলছে। গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের ভূ’মি মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে ‘ ভূমি সেবা সপ্তাহ-২০২৩ ইং’ উপলক্ষে এই অফিসটি বর্ণীল সাজে সজ্জিত করে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করেছেন ইউনিয়ন ভ’মি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
এ ব্যাপারে হান্ডিয়াল ইউনিয়ন ভূ’মি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, ২২ মে হতে ২৮ মে পর্যন্ত আমরা জনসাধারণকে ভূ’মি ব্যবস্থাপনার আমূল পবিবর্তন সম্পর্কে নিয়মিত ধারনা দিয়ে চলেছি। এ বছর ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে: ই-নামজারি এবং অনলাইন ভূমি উন্নয়ন কর বিশেষত ক্যাশলেস ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে অবহিতকরণ ও প্রচার। এগুলো আমরা যথাযথ পালন করেছি। আমরা ভূমি সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব সরাসরি উত্তর প্রদান করেছি এবং ছুটির দিনেও সেবা কার্যক্রম পরিচলনা করেছি। এ সেবা সারা বছর অব্যাহত থাকবে। যে কেউ ভূমিসেবা নিতে আসলে তাকে আন্তরিকভাবে সার্বিক সেবা প্রদান করতে আমরা অঙ্গিকারবদ্ধ।