চাটমোহর (পাবনা) প্রতিনিধি
“আমাদের নদী,আমাদের অস্তিত্ব” এই শ্লোগান নিয়ে সারা দেশের সঙ্গে পাবনার চাটমোহরেও পালিত হয়েছে বিশ্ব নদী দিবস।
এ উপলক্ষে উপজেলার রতনাই নদীর ভবানীপুর ব্রিজের উপর গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা-ধরা,ওয়াটার কিপার বাংলাদেশ,চলনবিল রক্ষায় আমরা,চিকনাই নদী রক্ষায় আমরা ও রতনাই নদী উদ্ধারে আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভা কর্মসূচিতে সভাপতিত্ব করেন রতনাই নদী উদ্ধারে আমরা’র আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার।
দিবসের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও ধরিত্রী রক্ষায় আমরা’র কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন,চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাংবাদিক ও সহকারি অধ্যাপক ইকবাল কবির রঞ্জু,মুলগ্রাম ইউপি সদস্য আবদুল হামিদ হামজু,ডিবিগ্রাম ইউ পি সদস্য আবদুল মতিন বিশ্বাস প্রমুখ।
পথসভায় বক্তারা ফরিদপুরের ডেমরা সুইসগেট অপসারণ করে চিকনাই নদী ও রতনাই নদী সচল রাখার দাবি জানান। পাশাপাশি নদীকে দখল ও দূষণমুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।