পাবনা প্রতিনিধিঃ সমাজ সেবায় অবদান রাখায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষ থেকে সম্মাননা পেলো ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ সরকার।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি সম্মাননা ২০২৩ গত ৬ই জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তন , সেগুনবাগিচা ঢাকা অনুষ্ঠিত হয়।
হাফিজ সরকার ছাত্রলীগের রাজনীতি ও যুবলীগ এর রাজনীতির সাথে সর্ম্পক্ত ছিল। ফরিদপুর উপজেলার বিভিন্ন সমাজ সেবা মুলক কাজের সাথে নিবিড় ভাবে জড়িত। হাফিজ সরকার উপজেলা নাগরিক প্রত্যাশা কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। নাগরিক প্রত্যাশা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন, মানব বন্ধন ও স্বারকলীপি প্রদান করে থাকেন। খেলাধুলা , বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজ বিকাশে বিশেষ অবদান রাখছেন। তরুন এই আওয়ামী লীগ নেতা রাজনীতির পাশাপাশি সমাজের সাধারণ মানুষের যে কোন সমস্যায় সবার আগে এগিয়ে আসেন। উপজেলাব্যাপী হাফিজ সরকার পরিচিতি মুখেমুখে।