রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

শৃঙ্খলা ভঙ্গের দায়ে উল্লাপাড়ায় বিএনপির ৭ নেতার সকল পদ স্থগিত

রিপোটারের নাম : / ২ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপির সাত নেতার প্রাথমিক সদস্যসহ সকল পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (২ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে।

দলীয় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক সাখাওয়াত হোসেন সাবু।

এদিকে উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে ঐ বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট দলীয় কমান্ডে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৭ নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

এ ব্যাপারে উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির উল্লেখিত নেতাদের বিরুদ্ধে ৫ আগষ্টের পর থেকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ-পদবী স্থগিত করেছে জেলা বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলী এ ব্যাপারে বলেন, দেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থা না থাকায় দলীয় শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। দলের প্রাথমিক কোন নোটিশ ছাড়াই উল্লাপাড়ার ১০ বিএনপি নেতার সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত দলের গঠনতন্ত্র বিরোধী বলে মনে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ